Home / খেলাধুলা / কোচ থেকে বাদ পড়েই বোর্ডের অবাক করা সব তথ্য প্রকাশ্যে আনলেন ডোমিঙ্গো

কোচ থেকে বাদ পড়েই বোর্ডের অবাক করা সব তথ্য প্রকাশ্যে আনলেন ডোমিঙ্গো

কোচ থেকে বাদ পড়েই বোর্ডের অবাক করা সব তথ্য প্রকাশ্যে আনলেন ডোমিঙ্গো

প্রশ্নঃ টি-টোয়েন্টি থেকে বাদ পড়াটা আপনার জন্য অনেকটা স্বস্তির, হতাশার নয়? আপনাকে দেখে মনে হচ্ছে, আপনি ঝামেলা থেকে বাঁচতে পেরে খুব খুশি।

ডমিঙ্গো: আমার এখানে আর কিছুই করার নেই। আমাকে সব সময় বলা হতো, ওদের সারাক্ষণ ধমকাতে হবে। কঠোর হতে হবে।

এভাবেই নাকি ক্রিকেটারদের সঙ্গে সব সময় আচরণ করা উচিত। আমি নিশ্চিত, আমার আগেও অনেক কোচ একই কাজ করেছে। কিন্তু আগের কোচরাও টি-টোয়েন্টিতে কিছু করতে পারেনি।

বরং আমার রেকর্ড আগের তুলনায় ভালোই হওয়ার কথা। কারণ, বাংলাদেশ বিশ্বকাপে ম্যাচ জিতেছে মাত্র একটি।

আমি একটা বিশ্বকাপে গিয়েছি এই দলের সঙ্গে। এর আগে তো অনেক কোচ দলটাকে নিয়ে বিশ্বকাপে গিয়েছে। কই, কিছুই তো হয়নি। আমি চেয়েছি ভিন্ন পথে এগোতে।

প্রশ্নঃ দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল, বাইরের হস্তক্ষেপ সামলে কীভাবে কোচিং করবেন?

আপনি বলেছিলেন, আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এসবে আমি অভ্যস্ত। তিন বছর পর এখন কী বলবেন?

এই দলটা একদম অরক্ষিত। সবাই মন্তব্য করতে থাকে, সেটা দল পর্যন্ত পৌঁছেও যায়। দক্ষিণ আফ্রিকায় আমি সাত বছর কাজ করেছি।

সেখানে একজন কোচ, স্টাফ, নির্বাচক…এইটুকুই। বাইরের কিছুই দলে ঢোকে না। এখানে সে রকম না। দক্ষিণ আফ্রিকার হস্তক্ষেপ রাজনৈতিক। এখানে সম্পূর্ণ ভিন্ন।

তথ্যসূত্র: prothomalo

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *