Breaking News
Home / সারাদেশ / করো’না উপসর্গের লা’শ সৎকার করছে আগৈলঝাড়ার “মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন”

করো’না উপসর্গের লা’শ সৎকার করছে আগৈলঝাড়ার “মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন”

স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের স্বজনেরাও যখন অস্পৃশ্য মনে করে মুখ ফিরিয়ে নিচ্ছে ঠিক সেই সময়ে প্রা’ণঘাতি করো’না ভাই’রাসে উপসর্গ নিয়ে মৃ’ত ব্যাক্তির লা’শ সৎকার করতে এগিয়ে এসেছে আগৈলঝাড়ার ‘‘মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন’’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের স্বনামধন্য প্রয়াত সাবেক শিক্ষক মনোরঞ্জন ঘটকের নামে প্রতিষ্ঠিত ‘‘মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন’’ শুধু বৈশ্বিক মহা’মারি করো’না ভাইরা’স মোকা’বেলাই নয় আত্মনিয়োগ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজেও। এই সংগঠনের সামাজিক অংশ গ্রহনমুলক কাজের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বিভিন্ন উপকরণ প্রদান করেছেন। করো’না ভাইরা’সের উপসর্গ নিয়ে উপজেলার রামানন্দেরআঁক গ্রামের পঞ্চানন মিস্ত্রী’র ছেলে পরিমল মিস্ত্রী (৪৫) বৃহস্পতিবার সন্ধ্যায় মা’রা যান। গ্রামের লোকজন রাতভরেও যখন পরিমলের লা’শ সৎকারে এগিয়ে আসে নি ঠিক সেই সময়ে শুক্রবার পরিমলের লা’শ সৎকারে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন “মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন”র সদস্যরা।

শুক্রবার সংগঠনের সৎকার কাজের প্রধান জিৎ ঘটকের নেতৃত্বে তাপস সরকার, সুপ্রদীপ সরকার, সজীব গুপ্ত, শান্ত গুপ্তসহ ৫ সদদ্যের প্রতিনিধিরা ধর্মীয় রীতিনীতি অনুসরন করে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিমলের সৎকার সম্পন্ন করেছে। এর আগে মৃ’ত পরিমলের করো’না ভাইরা’সের উপস্থিতির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে উপজেলার ঐচারমাঠ গ্রামের মৃ’ত গোপাল হালদারের স্ত্রী কনকলতা হালদার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ৩০ মে মৃ’ত্যু বরণ করেন। ‘‘মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন’’র সদস্যরা ওই লা’শটি সৎকার করেছিলো।

সংগঠন প্রধান প্র’য়াত মনোরঞ্জনঘটকের ভাইয়ের ছেলে মলয় ঘটক জানান, এই সংগঠনের মাধ্যমে ২০১০ সাল থেকে সামাজিক কাজের সাথে সদস্যরা জড়িত রয়েছেন। ঢাকার পোস্তগোলা মহা শ্ম’শানেও এমনিভাবে লা’শ সৎকার করে আসছেন তিনি।
পরিমল মিস্ত্রী’র লা’শ সৎকারে এগিয়ে আসায় ওই পরিবার সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ স্থানীয় লোকজন স্বোচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

About admin

Check Also

মুলাদীতে দুই প্রার্থীর লড়াই

দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণের শেষসময়ে জেলার নদীবেষ্টিত মুলাদী উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারনা বেশ জমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *