Breaking News
Home / খেলাধুলা / সাকিবের পর বাংলা টাইগার্সে ডাক পাচ্ছেন বাংলাদেশের আরও ক্রিকেটার

সাকিবের পর বাংলা টাইগার্সে ডাক পাচ্ছেন বাংলাদেশের আরও ক্রিকেটার

সাকিবের পর বাংলা টাইগার্সে ডাক পাচ্ছেন বাংলাদেশের আরও ক্রিকেটার

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখ হয়ে ওঠা সাকিব আল হাসান এবার খেলবেন টি-টেন ক্রিকেটে।

টুডেবরিশাল আবু ধাবি টি-টেন লিগে তাকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। বাংলাদেশি মালিকানার দলটির ‘আইকন’ ক্রিকেটারও এবার সাকিব।

আবু ধাবি টি-টেন লিগে এবারই প্রথম অংশ নেবেন সাকিব। তবে ১০ ওভারের ক্রিকেটে এটিই তার প্রথম পদচারণা নয়। টুডেবরিশাল ২০১৭ সালে শারজাহতে টি-টেন ক্রিকেটে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি কেরালা নাইটসের হয়ে।

এক সূত্রে জানা যায় বাংলা টাইগার্স দলে বাংলাদেশ থেকে ডাক পেতে পারেন আরও কয়েকজন ক্রিকেটার, বেশি সম্ভাবনা রয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যানদের,

এক্ষেত্রে বাংলাদেশের সোহান,লিটন এগিয়ে আছেন ফেরাতে পারেন সাব্বির কেও। বলা যায় আরও দুই থেকে তিন জন বাংলাদেশ থেকে ডাক পেতে পারেন।

প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টটি। এবারের আসর শুরু হবে নভেম্বরে। ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে অবশ্য টি-টেন লিগে পুরো মৌসুম নাও খেলতে দেখা যেতে পারে।

বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন দল। তবে গত আসরে দলটির সাথে কোনো বাংলাদেশি ক্রিকেটার বা কোচ ছিলেন না।

এবার সাকিব ছাড়াও কোচিং প্যানেলে থাকছেন বাংলাদেশের আরও দুজন। দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম।

প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদ। আফতাব এর আগেও বাংলা টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন।

এছাড়া ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা রিচার্ড স্টনিয়ারকে বাংলা টাইগার্স দলের ফিটনেস ট্রেনারের দায়িত্বে দেখা যাবে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *