Breaking News
Home / খেলাধুলা / জাতীয় দলের জন্য নতুন হেডকোচের নাম ঘোষণা করলো বিসিবি

জাতীয় দলের জন্য নতুন হেডকোচের নাম ঘোষণা করলো বিসিবি

জাতীয় দলের জন্য নতুন হেডকোচের নাম ঘোষণা করলো বিসিবি

এশিয়া কাপে ব্যর্থতার পর এবার নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার

হাসান তিলকারাত্নেকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি।

গত এশিয়া কাপের ফাইনালে তোলা শ্রীলঙ্কার কোচের পদ ছেড়ে বাংলাদেশের মেয়েদের দায়িত্ব নেবেন হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেছেন, ‘আপাতত দুই বছরের জন্য আমরা হাসানকে নিয়োগ দিয়েছি। এশিয়া কাপের সময় থেকেই তার সঙ্গে আলাপ হচ্ছিল। আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহেই সে বাংলাদেশে চলে আসবে। ’

উল্লেখ্য, শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৮৩টি টেস্টে ১১ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ৪৫৪৫ রান করেছেন হাসান। ২০০ ওয়ানডে খেলে ২ সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ৩৭৮৯ রান করেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান করার পাশাপাশি আছে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও।

তথ্যসংগ্রহ: sportszone24

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *