Breaking News
Home / খেলাধুলা / দীর্ঘ ১৫বছর পরে বিশ্বকাপের প্রথম ম্যাচের জয়ে কি কি পুরস্কার পেলো বাংলাদেশ

দীর্ঘ ১৫বছর পরে বিশ্বকাপের প্রথম ম্যাচের জয়ে কি কি পুরস্কার পেলো বাংলাদেশ

দীর্ঘ ১৫বছর পরে বিশ্বকাপের প্রথম ম্যাচের জয়ে কি কি পুরস্কার পেলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের ৪ উইকেটের উপর ভর করে, ৯ রানের দারুন এক জয় পেয়েছে বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে স্বাগত জানায় নেদারল্যান্ডস। শুরুটা ভালোই করেছিল শান্ত এবং সৌম্য সরকার।তবে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগাররা।

তবে যখনই বিপদে পড়ে বাংলাদেশ, তখনই টাইগারদের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন আফিফ হোসেন। তাঁর অসাধারণ ইনিংসের সমাপ্তি ঘটে ৩৮ রান করে।

তবে শেষদিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে তার ২০ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংসের প্রথম ওভারের প্রথম দুই বলে দুটি উইকেট তুলে নেন তাসকিন। একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।

যদিও নেদারল্যান্ডস যতটুকু স্বপ্ন দেখে তার পুরোটা অ্যাকারমানের ব্যাটের ওপর ভর করে। অর্ধশতক করেন তিনি। শেষ পর্যন্ত তাসকিনের ৪ উইকেটে ভর করে ৯ রানের দারুন এক জয় পায় বাংলাদেশ।

তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বের খেলায় ২০০৭ সালের পর ও সুপার টুয়েলভ এ এবারই প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

এমন জয়ের পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেন নি অধিনায়ক সাকিব আল হাসান। স্মরণ করেছেন নিজের অতীতের ইতিহাস। ব্যাটিং ব্যর্থতার পরে জেতার কৃতিত্ব দিলেন বোলারদেরকেই।

নেদারল‌্যান্ডসের ব‌্যাটিং ইনিংসের ‘মাথার পর লেজ কেটে’ বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম‌্যাচে জয় এনে দিলেন তাসকিন।

ক‌্যারিয়ার সেরা ২৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। নতুন বল ও উপমহাদেশের বাইরের কন্ডিশনে তাসকিন বেশ কয়েক বছর ধরেই সাফল‌্য পেয়ে আসছেন। সেই ধারাবাহিকতা আজ দেখা মিললো হোবার্টের ২২ গজে।পেয়েছেন ম্যাচ সেরা পুরষ্কার ও

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *