ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি








ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ৪ ডিসেম্বর। ডিসেম্বরের শুরুতেই রোহিত-কোহলিরা চলে আসবেন বাংলাদেশে, খেলবেন তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট।








সবকিছু ঠিকঠাক থাকলে ১ ডিসেম্বর ভারত দল পা রাখবে বাংলাদেশে। দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে।
৪ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর।








প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শেষ ওয়ানডের ভেন্যু সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ১৪ ডিসেম্বর সাগরিকায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ফিরবে ঢাকায়।








২২ ডিসেম্বর ‘হোম অব ক্রিকেটে’ আবারও মুখোমুখি হবে দুই দল, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। এই ম্যাচ দিয়েই দুই দলের সিরিজের ইতি ঘটবে, একইসাথে বার্ষিক ক্যালেন্ডারেরও।
একনজরে ওয়ানডে সিরিজের স্কোয়াড








বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব,
ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।
তথ্যসংগ্রহ: bdcrictime