Breaking News
Home / খেলাধুলা / ভারতের কাছে হার, টাইগারদের জন্য নতুন কোচের ঘোষণা

ভারতের কাছে হার, টাইগারদের জন্য নতুন কোচের ঘোষণা

ভারতের কাছে হার, টাইগারদের জন্য নতুন কোচের ঘোষণা

ওয়ানডেতে বাংলাদেশ দুর্দান্ত খেলতে থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে রাঙাতেই পারছে না নিজেদের৷ ২০২২ সালে মাত্র একটি টেস্ট জিতেছে বাংলাদেশ।

তাও সেটা বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতেই। এরপর আর জয়ের বন্দরে পৌছাতে পারেনি সাকিব বাহিনী।

সবশেষ এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ হার। ০-২ ব্যবধানে পরাজয় নিয়েই বছর শেষ করতে হলো বাংলাদেশ দলকে।

তবে টাইগারদের টেস্ট ক্রিকেটকে উন্নতির জন্য কোচিং প্যানেলেও পরিবর্তন আসবে বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস।

রোববার ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচিং প্যানেল নিয়ে কথা বলেন ক্রিকেট অপরাশেন্সের এই চেয়ারম্যান।

জালাল ইউনুস বলেন, ‘এটাকে (টেস্ট) আকর্ষণীয় করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। টেস্ট দলের জন্য সামনে আমরা কিছু পরিবর্তন আনবো কোচিংয়ে, যাতে টেস্ট দলটাকে আরও উন্নত করা যায়।

এ কারণে আমরা ম্যাচ ফিও বাড়িয়েছি। যাতে তারা মনে না করে টি-টোয়েন্টি বা ওয়ানডের থেকে টেস্টে আকর্ষণ কম। এটাকে আরও আকর্ষণীয় করতে হবে।

এ বছর ডমেস্টিক টুর্নামেন্টগুলো ভালো হয়েছে। আমাদের আরও ভালো করতে হবে। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে, উইকেটগুলোও ভালো ছিল।’

জালাল ইউনুস যোগ করেন, ‘আমরা শুধু আজকে না অনেক আগে থেকেই বলছি। টেস্টকে আমরা সবচেয়ে বেশি প্রায়রিটি (প্রাধান্য) দিচ্ছি। লঙ্গার ভার্সনকে আমাদের প্রায়রিটি দিতেই হবে।

যদি আমরা লঙ্গার ভার্সনে ভালো খেলি তাহলে বাকি যে ফরম্যাটগুলো আছে টি-টোয়েন্টি-ওয়ানডেতে আমরা আরও ভালো করতে পারবো। লঙ্গার ভার্সনে আমাদের ভালো করতেই হবে।’

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *