Breaking News
Home / সারাদেশ / বরিশালে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে সরকারি খাল ভরাট

বরিশালে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে সরকারি খাল ভরাট

প্রশাসনের বাঁধা উপেক্ষা করে স্থানীয় কতিপয় ব্যক্তিকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে বালু দিয়ে সরকারি খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি ইটভাটা সংলগ্ন এলাকার।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন থেকে বাউরগাতি এলাকার আকবর ঘরামী নামের এক ব্যক্তি খালের জমি নিজের দাবি করে ড্রেজার দিয়ে বালু ভরাট করে আসছে।

স্থানীয় বাসিন্দারা সরকারি খাল রক্ষায় প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করেছেন। সোমবার বিকেলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সরকারি খাল ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপরেও ভরাট কাজ চলমান রাখলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের লোকজন কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিলেও সোমবার দিনভর বৃষ্টির মধ্যে খাল ভরাটের কাজ অব্যাহত রাখা হয়েছে।

স্থানীয় কতিপয় ব্যক্তিকে মোটা অংকের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আকবর ঘরামী বলেন, সরকারি খাল নয়, আমার নিজের রেকর্ডিও সম্পত্তি ভরাট করা হচ্ছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *