Breaking News
Home / সারাদেশ / ঢাকায় বিএনপি’র সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নিহতের ঘটনায় বরিশালে মানববন্ধন

ঢাকায় বিএনপি’র সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নিহতের ঘটনায় বরিশালে মানববন্ধন

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর পরিকল্পিত হামলা ও একজন সাংবাদিক নিহত হওয়াসহ ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দায়ীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিােভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন প্রথম শ্রেনীর জাতীয় দৈনিকে কর্মরত ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এসোশিয়েশন বরিশালের নেতৃবৃন্দ, নিউজ এডিটরর্স,

সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, জেলা সাংবাদিক ইউনিয়ন, ইলেক্ট্রনিক্স মিডিয়া এসোশিয়েশন, তরুন সাংবাদিক ফোরামসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, সাংবাদিক হুমায়ুন কবির, ফেরদাউস সোহাগ, রাহাত খান, আযাদ আলাউদ্দিন, সাইফুর রহমান মিরন, বেলায়েত বাবলু প্রমুখ।

একইদিন বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। গৌরনদী উপজেলার সকল সাংবাদিক বৃন্দর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উভয় সমাবেশে বক্তারা, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একইসাথে যারা এধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *