Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় পানি শুণ্য হাসপাতালে নতুন পাম্প স্থাপন

আগৈলঝাড়ায় পানি শুণ্য হাসপাতালে নতুন পাম্প স্থাপন

বরিশালের আগৈলঝাড়ায় পানি শুন্য ৫০ শয্যার উপজেলা হাসপাতালে নতুন পানির পাম্প স্থাপন করা হয়েছে।
গত রবিবার থেকে বিকল হওয়ায় পানির পাম্প অপসারণ করে নতুন পাম্প মঙ্গলবার সন্ধ্যায় স্থাপন করা হয়েছে। এতে করে হাসপাতালে ভর্তি রোগী ও আগত রোগীরা পানির চরম সমস্যা থেকে মুক্তি পেয়েছে।

গত তিন দিন পানির পাম্প নষ্ট থাকায় হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পানি না পাওয়ায় অমানবিক জীবনযাপন করেছিলেন। হাসপাতালের মসজিদে আগত মুসিল্লীরা অযু এবং বাথরুম ব্যবহার করতে পারছিলেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, কয়েক দফা মেরামতের পরেও হাসপাতালের পানি সরবরাহের পাম্পটি ব্যবহারের অনুপোযোগী হওয়ায় পানি সমস্যার জন্য মঙ্গলবার রাতে নতুন পাম্প স্থাপন করা হয়। ফলে সবার পানির সমস্যা দূর হয়েছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম প্লাটফর্ম এর উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *