Breaking News
Home / অন্যান্য / নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তৃতীয় দফায় কেমন ভোট পড়তে পারে জানতে চাইলে ইসি সচিব বলেন, আশা করছি, গড়ে ৬০ শতাংশের নিচে ভোট হবে না। ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে।

টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘর্ষের এক নারীসহ দুজনের কব্জি ও হাতের আঙুল বিচ্ছিন্নের খবরও বেরিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বলেন, ‘এমন তথ্য আমাদের কাছে নেই। এটা গুজবও হতে পারে।’

নির্বাচন কেমন হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় ইভিএম ও ব্যালট দুটিই ছিল। তৃতীয় ধাপেরটা ব্যালটে হয়েছে।

কোনোটার চেয়ে কোনোটা মন্দ হয়নি। দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে দুঃখজনক ঘটনা ঘটেছিল। আর আজকেরটা তো একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *