Breaking News
Home / অন্যান্য / মাশরাফি-সাকিবকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

মাশরাফি-সাকিবকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

মাশরাফি-সাকিবকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

আগামী মার্চে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই ঘ’রোয়া ক্রিকেট ফে’রাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই ল’ক্ষ্য বা’স্তবায়নে ম’ঙ্গলবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের মাঠে ফে’রানোর কা’র্যক্র’ম। এদিন মিরপুরের আউ’টডো’রে ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন ঢাকা মে’ট্রো, রাজশাহী ও রংপুরের খেলোয়াড়রা।

ফি’টনেস টে’স্টের জন্য বিভাগীয় দলগুলো বোর্ডের কাছে প্রাথমিক স্কো’য়াডের খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে। যেখানে খুলনা বিভাগীয় দলে নেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

বড় দৈ’র্ঘ্যর প্রতিযোগিতায় মাশরাফি খেলতে চান কি না কিংবা আ’দৌ ফি’টনেস পরীক্ষা দিবেন কি না তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। সবশেষ ২০১৭-২০১৮ মৌসুমে জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন মাশরাফি।

মাশরাফির স’ঙ্গে ৩৩ জনের তালিকাতে রয়েছে সাকিব আল হাসানের নামও। খুলনা বিভাগীয় ক্রী’ড়া সং’স্থার সাধারণ সম্পাদক এসএম মো’র্ত্তজা রশিদী দারা এক গণমাধ্যমকে জানান,

মাশরাফি এখনও আনু’ষ্ঠানিকভাবে খেলা থেকে অবসরে যাননি। তিনি খেলতে চাইলে আমাদের সুযোগ দিতে হবে। আর খেলতে না চাইলে সম্মা’নার্থে তার নামটা রাখতে হয়

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *