Breaking News
Home / অন্যান্য / মানবিক পু’লিশ ইউনিটের শওকতকে বদলি, কি ছিল তার অ’পরাধ

মানবিক পু’লিশ ইউনিটের শওকতকে বদলি, কি ছিল তার অ’পরাধ

মানবিক পু’লিশ ইউনিটের শওকতকে বদলি, কি ছিল তার অ’পরাধ

রাস্তায় অ’সুস্থ স্বজনহী’ন মানুষদের সেবায় নিয়োজিত থাকা চট্টগ্রাম মহানগর পু’লিশের কনস্টেবল শওকত হোসেনকে ‘মানবিক পু’লিশ ইউনিট’ থেকে বদলি করা হয়েছে।

একটি ওয়াজ মা’হফিলে দেওয়া বক্তব্যের জে’রে তাকে বদলি করা হয়েছে বলে গু’ঞ্জন উঠলেও নগর পু’লিশ কর্মক’র্তারা বলছেন ‘নিয়মিত বদলির’ অংশ হিসেবে তাকে অন্য দায়িত্বে পাঠানো হয়েছে।

নগর পু’লিশের উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, “শওকত দীর্ঘদিন এক জায়গায় ছিলেন। তাই নিয়মিত বদলির’ অংশ হিসেবে তাকে এ ইউনিট থেকে বন্দর জোনে বদলি করা হয়েছে।”

ওয়াজ মা’হফিলে গিয়ে বক্তব্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “ইউনিফর্ম সার্ভিসের লোক হয়ে এ ধরনের বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি।”

রাস্তায় স্বজনহী’ন অ’সহায় কিংবা মা’নসিক রো’গী যাদের স্থান হয় না হাসপাতালে সে ধর’নের রো’গীদের নিজেদের টাকায় সেবা দিয়ে আসছিলেন চট্টগ্রাম নগর পু’লিশের কিছু সদস্য। আর তাদের নেতৃত্বে ছিলেন কনস্টেবল শওকত।

দীর্ঘদিন নীরবে কাজ করার পর ২০১৯ সালে ২৯ নভেম্বর নগর পু’লিশের মাসিক কল্যাণ সভায় কনস্টেবল শওকত সেবার বিষয়টি প্র’কাশ্যে আনেন। তার বক্তব্য শুনে তখনকার সিএমপি কমিশনার মাহবুবর রহমান ‘মানবিক পু’লিশ ইউনিট’ চালু করেন।

রাস্তাঘাটে স্বজনহী’ন কোনো রো’গী পড়ে থাকার খবর পেলেই ছুটে যেতেন এই ইউনিটের সদস্যরা। তাদের খাওয়া দাওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করতেন।

মানবিক পু’লিশ ইউনিটের এ কাজগুলো সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ছ’ড়িয়ে পড়লে কনস্টেবল শওকতও আলোচনায় আসেন। বিভিন্ন রেডিও, টেলিভিশনে বিভিন্ন ধ’রনের আলোচনা সভায় তার ডাক আসতে থাকে।

গত ১৯ ফেব্রুয়ারি নগরীর দেওয়ান হাট এলাকায় একটি ওয়াজ মা’হফিলে অতিথি করা হয় শওকতকে। সেখানে গিয়ে শওকত অ’সহায় মানুষদের স’হায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন,

সারাদিন ওয়াজ শুনেও কোনো লাভ নেই, সবাইকে মানবিক হতে হবে। সেখানে আরও কিছু বক্তব্য তিনি দেন, যা নিয়ে চট্টগ্রামে বি’তর্ক শুরু হয়।

কনস্টেবল শওকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে অ’স্বীকৃ’তি জানিয়ে বলেন, “গত মঙ্গলবার আমা’র বদলির আ’দেশ হয়েছে।

গতকাল সেটি কা’র্যকর হয়েছে। আমি মানবিক ইউনিটের সবকিছু জমা দিয়ে নতুন স্থানে যোগ দিয়েছি।”

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *