Breaking News
Home / অন্যান্য / রুদ্ধশ্বাস ম্যাচে সিরিজ জয়, ইতিহাস গড়লো বাংলাদেশ

রুদ্ধশ্বাস ম্যাচে সিরিজ জয়, ইতিহাস গড়লো বাংলাদেশ

রুদ্ধশ্বাস ম্যাচে সিরিজ জয়, ইতিহাস গড়লো বাংলাদেশ

তুমুল প্রতিদ্বন্দ্বিতা, রোমাঞ্চকর লড়াই শেষে সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়াকে সিরিজে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা।

ইতিহাস গড়ল বাংলাদেশ্। মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৩-০ তে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বৃষ্টি বিঘ্নিত সিরিজের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯ উইকেটে ১২৭ রান তুলেছিল। জবাবে মিচেল মার্শের হাফ সেঞ্চুরির পরও ৪ উইকেটে ১১৭ রান করেছে অস্ট্রেলিয়া।

রান তাড়া করতে নেমে ৮ রানে ম্যাথু ওয়েডকে (১) হারায় অস্ট্রেলিয়া। মার্শ-ম্যাকডারমটের ৬৩ রানের জুটি চাপ বাড়িয়েছিল বাংলাদেশের উপর। যদিও বাংলাদেশ ক্যাচ মিস করেছিল। এর মাঝে শরীফুলকে স্লেজিং করে ম্যাচে উত্তেজনা বাড়ান মার্শ। শরীফুলের হয়ে জবাবটা দিয়েছেন মাহমুদউল্লাহ।

এ জুটি ভাঙেন সাকিব। ম্যাকডারমট বোল্ড হন সাকিবের বলে। তিনি ৩৫ রান করেন। শরীফুলের শিকার হন হেনরিকস (২)। ১৮তম ওভারের প্রথম বলে বাংলাদেশের গলার কাঁটা মার্শকে ফেরান শরীফুল। ক্যাচ নেন নাঈম শেখ। ৫১ রান করেন মার্শ। উইকেট নিলেও ওই ওভারে ১১ রান দেন শরীফুল।

শেষ ২ ওভারে ২৩ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ১৯তম ওভারে মুস্তাফিজ দিয়েছেন ১ রান। শেষ ৬ বলে ২২ রান দরকার ছিল সফরকারীদের। প্রথম বলেই ছক্কা হজম করেন মেহেদী। কিন্তু ১১ রান দিয়েছেন তিনি।ক্যারি অপরাজিত ২০, ড্যান ক্রিস্টিয়ান অপরাজিত ৭ রান করেন।

বাংলাদেশের শরীফুল ২টি, সাকিব-নাসুম ১টি করে উইকেট পান।উইকেট না পেলেও মুস্তাফিজ ৪ ওভারে ৯ রান দিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কাটা দিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। নাঈম শেখ ১, সৌম্য ২ রান করে আউট হন। সাকিব-মাহমুদউল্লাহর ৪৪ রানের জুটিতে বিপদ কাটিয়ে উঠে স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার করার দিনে সাকিব ১৭ বলে ২৬ রান করে জাম্পার শিকার হন।

মাহমুদউল্লাহ একপ্রান্ত আগলে থাকলেও মিডল অর্ডারে দুটি রানআউট শ্লথ করে দিয়েছে বাংলাদেশের রানের চাকা। ইনফর্ম আফিফ, নুরুল হাসান সোহান রান আউট হন। আফিফ ১৩ বলে ১৯ রান, সোহান ৫ বলে ১১ রান করেন। দুই ইনিংসের অপমৃত্যুতে প্রত্যাশিত স্কোরটা আসেনি বাংলাদেশের।

শেষ দিকে মেহেদী হাসান ও মাহমুদউল্লাহর ৩০ রানের জুটিতে একশো পার হয় বাংলাদেশের স্কোর। কিন্তু শেষ দিকে নাথান ইলিসের হ্যাটট্রিকের ছোবলে পড়ে স্বাগতিকরা। অভিষেকেই হ্যাটট্রিক করেন তিনি।

ইনিংসের শেষ তিন বলে মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, মেহেদী হাসানের উইকেট নেন অস্ট্রেলিয়ার অভিষিক্ত এ পেসার। মাহমুদউল্লাহ ৫২, মেহেদী ৬ রান করেন। নাথান ৩টি, হ্যাজেলউড, জাম্পা ২টি করে উইকেট নেন।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *