Breaking News
Home / খেলাধুলা / আমি পারিনি কিন্তু তামিম-সাকিবরা যেনো এটা পারে: মাশরাফি

আমি পারিনি কিন্তু তামিম-সাকিবরা যেনো এটা পারে: মাশরাফি

আমি পারিনি কিন্তু তামিম-সাকিবরা যেনো এটা পারে: মাশরাফি

২০২০ সালের ৫ মার্চ, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে চমকে দিয়ে জাতীয় দলের অধিনায়কত্ব থেকে বিদায় নেন মাশরাফি বিন মুর্তজা।

পরের দিনের ম্যাচটি সাবেক এই অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে আছে। বয়স ৪০ ছুঁইছুঁই, তবে এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় বলেননি।

গত ২৩ জানুয়ারি মাশরাফির সাবেক সতীর্থ, বন্ধু ও বর্তমান জাতীয় দলের নির্বচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন,

বোর্ড চাইলে মাশরাফিকে আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে বিদায়ের সুযোগ করে দিবেন নির্বাচকরা। কিন্তু প্রশ্ন হলো মাশরাফি নিজে কি সে সুযোগ নেবেন?

সিলেটে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি নিজেরটা বলতে পারব না কারণ অনেকদিন আগেই ছেড়ে এসেছি। আমার কোনো প্রত্যাশা নেই।’

নিজেকে নিয়ে প্রত্যাশা না থাকলেও মাশরাফি চান এই সম্মানটা যেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা পান।

মাশরাফির ব্যাখ্যা, ‘অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত, ওই সংস্কৃতি তৈরি করা দরকার। যারা আছে এখন সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক;

তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *