Breaking News
Home / খেলাধুলা / অবশেষে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন আরও এক ক্রিকেটার

অবশেষে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন আরও এক ক্রিকেটার

অবশেষে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন আরও এক ক্রিকেটার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এর আগে আজ দলের সাথে যুক্ত করা হয়েছে আরো একজন ক্রিকেটারকে।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর এবার বাংলাদেশ ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

বাংলাদেশের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলা শামীমকে প্রথম ওয়ানডে দলে ডাক দেওয়া হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে।

এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে হঠাৎ শামীমকে যুক্ত করার কারণ কেউই খোলাসা করতে চাইলেন না। তবে শোনা যাচ্ছে প্রথম ওয়ানডেতে খেলা একজন ক্রিকেটারের চোট রয়েছে।

ব‌্যাকআপ হিসেবেই শামীমকে নেওয়া। নির্বাচক হাবিবুল বাসার সুমন বলেন, “শামীম পাটোয়ারীকে দলে নেওয়া হয়েছে। ব‌্যাক আপ হিসেবেই। আমাদের স্কোয়াড ছোট৷

যদি কেউ ইনজুরির কারণে শেষ মুহূর্তে খেলতে না পারে সেজন‌্য নেওয়া হয়েছে।” গতকাল ইংল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করে বিসিবি।

যেখানে ২০২১ সালের নভেম্বরের পর আবার সুযোগ পেয়েছেন শামীম। বিপিএলের পারফরম‌্যান্সের সুবাদে তার জাতীয় দলে ফেরার দরজা

খুললেও তেমন ভালো কিন্তু করেননি।১২ ম্যাচে ৮ ইনিংসে রান কেবল ১৭৫। যেখানে এক ম্যাচেই করেছিলেন ৭১ রান।

তার ওই ৭১ রানের ইনিংসটি অবশ্য সবার নজর কেড়েছিল। তিনে নেমে ৪টি করে চার ও ছক্কায় ১৩৯.২১ স্ট্রাইক রেটে রান করেছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে সামিম হোসেন সুযোগ পেলেও অনেকের আশা ছিলো ইমরুল কায়েস, নাসির হোসেন, আনামুল হক বিজয়দের কেউ ডাক পাবেন কিন্তু অবাক ডাক পেলেন সামিম হোসেন।

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *