Breaking News
Home / খেলাধুলা / চমক দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য আশরাফুলসহ ১৯ সদস্যের দল ঘোষণা বিসিবির

চমক দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য আশরাফুলসহ ১৯ সদস্যের দল ঘোষণা বিসিবির

চমক দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য আশরাফুলসহ ১৯ সদস্যের দল ঘোষণা বিসিবির

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশ ছাড়ছে বাংলাদেশ যুব দল। আসন্ন এই সিরিজের জন্য ২১ জনের বিশাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই স্কোয়াডে ১৬ জনের মূল স্কোয়াডের সঙ্গে রয়েছেন ৫ জন অতিরিক্ত ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেহরব হাসানকে।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। পুরো সিরিজের ভেন্যু হিসেবে ডাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামকে।

তিনদিন কোয়ারেন্টাইনের পরই অনুশীলন শুরু করতে পারবেন টাইগার যুবারা। এরপর চারদিন অনুশীলনের পর ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে।

সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সিরিজ শেষে ২৬ অক্টোবর বাংলাদেশ যুব দলের দেশে ফেরার কথা রয়েছে।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল,

এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম,

আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্ট্যান্ডবাই-
মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *