Breaking News
Home / খেলাধুলা / কোচের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে দলে সুযোগ দেওয়ার অভিযোগ, তদন্তে বিসিবি

কোচের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে দলে সুযোগ দেওয়ার অভিযোগ, তদন্তে বিসিবি

কোচের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে দলে সুযোগ দেওয়ার অভিযোগ, তদন্তে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোনীত প্রার্থী আবু তাহিরের বিরুদ্ধে ঘু’ষ নিয়ে বাগেরহাট জেলা দলে সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাঈম। ঘটনার তদন্ত শুরু করেছে বিসিবি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশের শীর্ষ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আলোচনা শেষে এই ক্রিকেটার বলেন, ঢাকায় আসার আগে তার ওপর হা’মলা হয়েছে। তবে কারা এ হা’মলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

এ প্রসঙ্গে নাইম বলেন, ‘হ্যাঁ, বাধা দেয়া হয়েছিল। যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার লোক কিনা।

কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে…। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।’

চলতি মাসে অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের দল চূড়ান্ত হবে। এরই মধ্যে নড়াইলে তিনটি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাগেরহাট থেকে বাছাই হওয়া ১৫ ক্রিকেটারের। এই ম্যাচগুলোতেই ভালো খেললে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুশীলন করার সুযোগ পাবেন তারা।

সেখান থেকে ১৫ জনকে বাছাই করা হবে খুলনা বিভাগীয় দলের জন্য। বাগেরহাট থেকে প্রাথমিকভাবে ৩৫ ক্রিকেটারকে বাছাই করা হয়েছিল।

এরপর তারা নিজেদের মধ্যে দুটি ম্যাচও খেলেছিল। যেখানে একটি হাফ সেঞ্চুরিসহ ৫৭ রান করেও সুযোগ হয়নি ইমনের।

নিজের অভিযোগ নিয়ে নাইম বলেছেন, ‘আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেইটা আমি বোর্ডকে মেইল করে জানিয়েছি।

তাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কিভাবে ম্যাচ হয় আর কিভাবে খেলোয়াড়দের নেয়া হয়।’

বিসিবি তার ব্যাপারটি গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছেন নাইম। তিনি বলেন, ‘তারা জানতে চেয়েছিল কেমন হয়, তখন আমি তাদের বলেছি যে অনুশীলন ম্যাচে হয়।

সেই ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে। এটা জানার পর বোর্ড বলছে এটা তো একটু সময়ের ব্যাপার। তারা এটা তদন্ত করে দেখবে। তার কথাও শুনেছে আমার কথাও শুনেছে।’

তিনি অভিযোগ করেছিলেন ঘু’ষ না দেয়া তাকে দলে জায়গা দেয়া হয়নি। যারা সেই কোচকে ৩০ হাজার টাকা করে দিয়েছিলেন তারাই মূল দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন এই কিশোর ক্রিকেটার।

এই ঘটনার তদন্তে কোচের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আজীবন নি’ষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বিসিবি।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *