Breaking News
Home / খেলাধুলা / আগেই ঠিক হয়েগেছে কোন দল জিতবে বিশ্বকাপ, প্রকাশ্যে সেই তথ্য

আগেই ঠিক হয়েগেছে কোন দল জিতবে বিশ্বকাপ, প্রকাশ্যে সেই তথ্য

আগেই ঠিক হয়েগেছে কোন দল জিতবে বিশ্বকাপ, প্রকাশ্যে সেই তথ্য

ফিফা বিশ্বকাপের ২২তম শিরোপা কার হাতে উঠবে সেটা জানতে ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হবে রোববার (১৮ ডিসেম্বর) পর্যন্ত।

তবে সে অপেক্ষায় থাকতে চান না সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রহিমোভিচ। ইতোমধ্যে তিনি জেনে গেছেন কারা হবে এবারের আসরের চ্যাম্পিয়ন।

৪১ বছর বয়সেও এসি মিলানের হয়ে দ্যুতি ছড়ানো ইব্রাহিমোভিচ জানান, বিশ্বকাপ ফাইনালের ফলাফল ইতোমধ্যে লেখা হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি মনে করি কে জিতবে আগেই লেখা হয়ে গেছে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি।

আমি বিশ্বাস করি মেসি ট্রফি তুলে ধরবে, এটা আগেই লেখা হয়ে গেছে।’ কাতারে ফেবারিটের তকমা নিয়ে আসা ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেনের মতো ফুটবল পরাশক্তিরা বিদায় নিয়েছে।

৩২ দলের শিরোপার লড়াইয়ে কেবল টিকে আছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আগামী ১৮ ডিসেম্বর লুসাইলে তারা মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

মেসির নেতৃত্বে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টজুড়ে সেরা ছন্দে আছেন এলএমটেন। দলের ১২ গোলের আটটিতে অবদান তার।

নিজে করেছেন পাঁচ গোল, অ্যাসিস্ট আছে তিনটি। এর আগে ২০১৪ সালে মেসির নেতৃত্বে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা।

কিন্তু সেবার জার্মানির কাছে স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ বিশ্বাস করেন এবার মেসিদের সাফল্য অনিবার্য।

সম্প্রতি ফোরথ্রিথ্রি ফুটবলকে দেয়া সাক্ষাতকারেও একই কথার পুনরাবৃত্তি করেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘মেসির কারণেই এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।’

মেসি ও ইব্রাহিমোভিচ ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনায় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। এরপর সুইডিশ তারকা স্পেন থেকে পাড়ি জমান ইতালির ক্লাব মিলানে। আর মেসি বার্সা ছাড়েন ২০২১ সালের আগস্টে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *