Breaking News
Home / খেলাধুলা / নতুন দায়িত্ব পেলেন টাইগারদের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম

নতুন দায়িত্ব পেলেন টাইগারদের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম

নতুন দায়িত্ব পেলেন টাইগারদের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম আসরকে সামনে রেখে নানা উদ্যোগ নিচ্ছে আয়োজকরা।

প্রথম আসরকে রঙিন করতে থাকছেন বিশ্বখ্যাত ধারাভাষ্যকার, প্রেজেন্টাররা। আবু ধাবি নাইট রাইডার্স, ডিজার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস,

শারজাহ ওয়ারিয়র্স- ৬ দল নিয়ে ৩৪ ম্যাচের টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে প্ররদা নামবে টুর্নামেন্টের। এই লিগের ব্রডকাস্ট পার্টনার জি নেটওয়ার্ক।

ইয়ান বিশপ, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, সাইমন ডুল সহ ২০ জন ধারাভাষ্যকার এই লিগের খেলায় ধারাভাষ্য দিবেন।

আছেন সানজানা গানসেন সহ ৬ প্রেজেন্টারও। ২০ সদস্যের ধারাভাষ্য প্যানেলে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও।

ধারাভাষ্যকার
ইয়ান বিশপ, সাইমন ডুল, ডেভিড গাওয়ার, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আজহারউদ্দিন, ডেভিড লয়েড, নাটালি জার্মানোস, হরভজন সিং, ওয়াকার ইউনুস,

নিয়াল ও’ব্রায়েন, আনজুম চোপড়া, রাসেল আরনল্ড, রোহান গাভাস্কার, লক্ষণ শিবরামাকৃষ্ণা, সাবা করিম, নিখিল চোপড়া, ভিভেক রাজদান, ডব্লিউভি রামান, শ্রীধরন শ্রীরাম, বিদ্যুৎ শিবরামাকৃষ্ণা।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *