Breaking News
Home / খেলাধুলা / উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের সম্মাননা পেলেন বাংলাদেশী ক্রিকেটার

উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের সম্মাননা পেলেন বাংলাদেশী ক্রিকেটার

উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেলের সম্মাননা পেলেন বাংলাদেশী ক্রিকেটার

নিউজিল্যান্ডের মাটিতে গত বছর প্রথমবারের মতো টেস্টে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচের ম্যাচসেরা হন এবাদত হোসেন।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি। সেই স্পেলটিকে বর্ষসেরা বোলিং স্পেল হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের অ্যালমানাকখ্যাত উইজডেন।

কিউইদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিতে এবাদত রান দেন ৪৬। সেই স্পেলটি উইজডেনের বর্ষসেরা স্পেল হিসেবে অ্যাখ্যা পেল।

পুরো ম্যাচে এবাদত নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে এক উইকেট নিতে তার খরচ হয় ৮৬ রান।ঐতিহাসিক ওই টেস্ট জয়ে প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড।

কিউইদের হয়ে সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে। ২২৭ বলে ১২২ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান।

মুমিনুল হক নেন ২ উইকেট। জবাবে টাইগাররা প্রথম ইনিংসে করে ৪৫৮ রান। বাংলাদেশের হয়ে কেউ সেঞ্চুরি করতে না পারলেও অর্ধশতক করেন চারজন।

এবাদতের তোপে দ্বিতীয় ইনিংসে কিউইরা অলআউট হয় ১৬৯ রানে। এবার কেবল উইল ইয়ং হাফসেঞ্চুরি করেন। তাসকিন নেন ৩ উইকেট।

ফলে জয়ের জন্য টাইগাররা লক্ষ্য পায় মাত্র ৪০ রানের। রান তাড়া করতে নেমে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে জয়ের দেখা পায় টাইগারররা।

তথ্যসংগ্রহ: sportszone24

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *