Home / খেলাধুলা / সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারলো অস্ট্রেলিয়া

সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারলো অস্ট্রেলিয়া

সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারলো অস্ট্রেলিয়া

মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ সম্পন্ন করল স্বাগতিক দল।

প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা অজিরা মাত্র একটি জয় নিয়ে ফিরে যাচ্ছে দেশে।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। ১৯ রান আসে অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে। স্লগ ওভারে ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় ভালো শুরুর পরও দলীয় সংগ্রহ বড় হয়নি। অজিরা এদিন অতিরিক্ত খাতেই খরচ করে ১৮ রান।

তবে এই স্কোর তাড়া করতে নেমেই হিমশিম খায় ম্যাথু ওয়েডের দল।জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানে ড্যান ক্রিশ্চিয়ানকে হারায় অস্ট্রেলিয়া, যিনি ঝড়ো ইনিংস খেলে আগের ম্যাচে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত।

ক্রিশ্চিয়ানের তোপের মুখে পড়া সাকিব আল হাসান এদিন বল হাতে বিধ্বংসী রূপ নেন। এক ম্যাচ পরই রাজসিক প্রত্যাবর্তন ঘটিয়ে একাই ধসিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপকে।

অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে অলআউট হয়, যা টি-টোয়েন্টিতে অজিদের সর্বনিম্ন রানের রেকর্ড। এছাড়া টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।বাংলাদেশের পক্ষে সাকিব একাই শিকার করেন ৪ উইকেট, মাত্র ৯ রানের খরচায়।

এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন তিনটি ও নাসুম আহমেদ দুটি উইকেট শিকার করেন। সাকিবের নেতৃত্বে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ১৩.৪ ওভারেই বাংলাদেশ পায় ৬০ রানের বিশাল জয়।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *