Breaking News
Home / খেলাধুলা / বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল? ফেরার তালিকায় ওপেনার ও পেসার

বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল? ফেরার তালিকায় ওপেনার ও পেসার

বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল? ফেরার তালিকায় ওপেনার ও পেসার

বাংলাদেশের ব্যস্ততার এক্সপেরিমেন্ট বেরেছে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা 15 সিলেকশন নিয়ে তৈরি হয়েছে দ্বিধা-দ্বন্দ্ব,টুডেবরিশাল আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও ট্রাই ন্যাশনস সিরিজে তিন ম্যাচ খেলে ফেলেছে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপের আগেই সেরা কম্বিনেশন খুঁজে পেতে নানা পরিবর্তন নিয়ে সমালোচনা থাকলেও যুক্তি আছে। নিশ্চিত হওয়া গেছে টুডেবরিশাল চলতি আসরে হ্যাট্রিক হারের সাত পাওয়া বাংলাদেশ ক্যান্ট্রি জেন্টে আলোচনা আছে বিশ্বকাপের দল পরিবর্তনের।

১৫ অক্টোবরের মধ্যে পূর্বঘোষিত বেস্ট ১৫ জনে বদল আনতে পারবে কাপ টাইম এর আগে। টিম মেনেজমেন্ট ইউনিটের সদস্যরা পেস বোলিং ইউনিট বদলাতে চান।

যেখানে বাঁহাতি পেসার শরিফুলের ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পাকিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে টাইগার্স ম্যানেজমেন্ট।

পেস ডিপার্টমেন্ট এর অভিভাবক সেই আভাস দিতে খুব একটা মারপ্যাঁচের আস্রয় নেননি। টুডেবরিশাল অর্থাৎ দল পরিবর্তনের আলোচনা প্রকাশ্য। পাকিস্তান ম্যাচের সৌম্য সরকারের এফরোজ আরো একবার দেখা হবে।

সে ক্ষেত্রে সৌম্য উত্রেগেলে স্ট্যান্ডবাই তালিকা থাকা শরিফুল-সৌম্য দুই ক্রিকেটারের জায়গা হয়ে যাবে মূলদলে।

দু’জন বা একজন সেরা ১৫ তে বদল এলে কে বাদ পড়বেন সেই আলোচনাটাও ভাবিয়ে তুলেছে ম্যানেজমেন্টকে।

দল ঘোষণার একমাস পর সেটা বদলে ফেলার সমালোচনা এড়ানোটাও খুব সহজ নয় তবে দলের স্বার্থে পরিবর্তনের পথে পদক্ষেপ ইতিবাচক হলে সেটা সমর্থনযোগ্য।

তথ্যসংগ্রহ: খেলাযোগ (৭১)

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *