Breaking News
Home / খেলাধুলা / বিপিএলের ফাইনালে হারার পর এবার মুখ খুললেন মাশরাফি

বিপিএলের ফাইনালে হারার পর এবার মুখ খুললেন মাশরাফি

বিপিএলের ফাইনালে হারার পর এবার মুখ খুললেন মাশরাফি

নবম আসরের বিপিএলর শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালেও অসাধারণ ব্যাটিং উপহার দিলেন তিনি।

কিন্তু বোলিং ব্যর্থতায় কুমিল্লার বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ। সিলেট স্ট্রাইকার্স শিরোপা জিততে না পারলেও বিপিএল সেরা খেলোয়ারের পুরস্কার ঠিকই জিতেছেন শান্ত।

একই সাথে ব্যাটিংয়ে সেরার পুরস্কারও জিতেছেন জাতীয় দলের এই তরুণ ব্যাটার। বৃহস্পতিবার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফি সিলেট ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে।

জবাবে কুমিল্লা চার বল হাতে রেখেই ৭ উইকেটে শিরোপা নিশ্চিত করে। বিপিএলর আগের আট আসরে যা ঘটেনি সেটাই এবার করে দেখালেন নাজমুল হোসেন শান্ত।

বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এক আসরে পাঁচশ ছোঁয়ার কীর্তি গড়লেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ওপেনার প্রতিযোগিতা শেষ করলেন ৫১৬ রান নিয়ে।

বৃহস্পতিবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করেছে সিলেট। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল নির্ধারিত ২০ ওভারে পেয়েছে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

তাদের পক্ষে ৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেন শান্ত। ৪৫ বল মোকাবিলায় তিনি মারেন ৯ চার ও ১ ছক্কা।
ফাইনালে নেমেছিলেন ৪৫২ রান নিয়ে।

শিরোপার লড়াইয়েও ৩৮ বলে তিনি স্পর্শ করেন ফিফটি। সিলেটকে শক্ত ভিত গড়ে দিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি আউট হন।

১৩তম ওভারে তখন দলের রান ১০৫। কুমিল্লার ইংলিশ অলরাউন্ডার মইন আলির ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত।

এই ইনিংস খেলার পথে তিনি স্পর্শ করেন পাঁচশ রানের মাইলফলক। বিপিএলে এর আগে কেবল একজন ক্রিকেটারই এক আসরে পাঁচশ বা তার চেয়ে বেশি রান করেছিলেন।

তিনি দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাইলি রুশো।
২০১৯ সালের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ১৫০ স্ট্রাইক রেটে ৫৫৮ রান এসেছিল তার ব্যাট থেকে।

সেবার ১৪ ম্যাচে পাঁচ হাফসেঞ্চুরির সঙ্গে এক সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার শান্ত ১৫ ম্যাচে ৩৯.৬৯ গড় ও ১১৬.৭৪ স্ট্রাইক রেটে করেছেন ৫১৬ রান।

১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে চার হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট টি-টোয়েন্টি ঘরানার সঙ্গে মানানসই না হলেও পুরো আসরে ধারাবাহিকভাবে রান পেয়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।

এবার শিরোপা জিতে ২ কোটি টাকার পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে হেরেও এক কোটি টাকা পেয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

তবে নাজমুল হোসেন শান্ত, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতে ১০ লাখ টাকা পুরস্কার পান। একই সাথে সর্বোচ্চ রান নিয়ে তিনি জেতেন ৫ লাখ টাকা পুরস্কার।

সব মিলে ১৫ লাখ টাকা পেয়েছেন শান্ত। পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘দল খুব ভালো খেলেছে কিন্তু আজ আমাদের দিন ছিল না।

পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। আমি প্রতিটি খেলায় গোল করার চেষ্টা করি এবং ভাগ্যক্রমে আমি এই টুর্নামেন্টে ভালো করেছি।

তবে ফাইনালে কুমিল্লার হয়ে ৭৯ রান করে ফাইনাল সেরার পুরস্কার হিসেবে ৫ লাখ টাকা জেতেন জনসন চালস।

ফাইনালে হার নিয়ে সিলেটের ক্যাপ্টেন মাশারফি বলেন,‘ আমরা বেশ খুশি, আমরা একটি ভালো দল। আজ একটা খারাপ দিন ছিল,

হয়তো প্যাচগুলোতে আমরা ভালো করতে পারিনি কিন্তু আমরা ভালো ব্যাটিং করেছি। আমরা সেই প্যাচে ২-৩ উইকেট হারিয়েছিলাম, আমরা ১০-১৫ রান কম ছিলাম।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *