Breaking News
Home / খেলাধুলা / ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে চমকে ভরা ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে চমকে ভরা ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে চমকে ভরা ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

রবিবার মিডিয়ায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল প্রস্তুত করা হয়ে গেছে।

তাঁর মন্তব্যের কিছুক্ষণ পরই দল ঘোষণা করে বিসিবি। ঐ দলে নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী।

চোটের সঙ্গে মৃত্যুঞ্জয় চৌধুররির সম্পর্কটা যেন বেশ গভীর। কয়েক বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেকটা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

তবে মাঝে যে সময়টায় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন সেসময়টায় ঠিকই আলো ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সবখানেই নিজের উন্নতির ছাপ রেখেছেন মৃত্যুঞ্জয়।

ডেথ ওভারে আঁটসাঁট বোলিংয়ের জন্য ২০২২ বিপিএলে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন তরুণ এই পেসার। ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করা বাঁহাতি এই পেসারের অবশেষে ডাক পড়েছে জাতীয় দলে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে মৃত্যুঞ্জয়কে। মূলত তাসকিন আহমেদের ইনজুরিতে

সুযোগ পেয়েছেন তিনি। চোটের কারণে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তাসকিনের। সেরে উঠতে প্রায় ৪ সপ্তাহ সময় লাগবে তার।

আয়ারল্যান্ড সিরিজের আগে সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। ফলে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

এদিকে আয়ারল্যান্ড সিরিজের দলে ডাক পাননি ডিপিএলে ছন্দে থাকা আফিফ হোসেন ধ্রুব ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

ইংল্যান্ড সিরিজের পর জাতীয় দল থেকে জায়গা হারান আফিফ। বর্তমানে ডিপিএলে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তিনি। আবাহনী লিমিটেডের হয়ে

সাত ম্যাচের মাঝে পাঁচটিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। যেখানে তিন হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি ৪৯ রানের ইনিংস। তবুও ওয়ানডে দলে সুযোগ মেলেনি তার।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয় মাহমুদউল্লাহ। পরের সিরিজে ফিরবেন কিনা সেটা নিশ্চিত করতে পারেননি নির্বাচকরা।

যদিও হাথুরুসিংহে বলেছিলেন, তার বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবুও পরপর দুই সিরিজে জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে মাহমুদউল্লাহকে।

সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ। তার জায়গায় ডাকা হয়েছে তাইজুল ইসলামকে।

এছাড়া পেসার শরিফুল ইসলামও ফিরেছেন ওয়ানডে দলে। আইপিএলের জন্য অনাপত্তি পাওয়া লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকেও রেখেছেন নির্বাচকরা।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।

সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

এবারও দলে সুযোগ হয়নি সৌম্য সরকারের আর ডিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয়ের।

বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,

ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *