Breaking News
Home / খেলাধুলা / অবশেষে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

অবশেষে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি

অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি। আগামী ৬মার্চ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষবারের মতো অধিনায়ক হিসাবে দেখা যাবে মাশরাফিকে। আজ ৫মার্চ
সিলেটে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ সম্মেলনে মাশরাফি জানান,আজ আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে যাচ্ছি।অধিনায়ক হিসেবে আগামী কালকেই আমার শেষ ম্যাচ।আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।
আমার উপর এতোদিন আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার নেতৃত্বে বাংলাদেশ দলে যারা খেলেছে তাদের সকলকে। আমি নিশ্চিত, এই প্রক্রিয়াটা এতোটা সহজ ছিলো না গত ৪-৫ বছরে। টিম ম্যানেজমেন্ট যারা ছিল যাদের অধীনে আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারা সকলে আমাকে অনেক সহযোগিতা করেছে।’
‘আমার অধিনায়কত্ব শেষবারের মতো শুরু হয় হাথুরুসিংহের অধীনে, এরপর খালেদ মাহমুদ সুজন,এরপর স্টিভ রোডস; এখন ডোমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। ধন্যবাদ জানাই নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তাসহ সকল স্টাফদের। আপনাদের মিডিয়া কর্মীদেরকেও অনেক ধন্যবাদ, আপনারাও সহযোগিতা করেছেন। সবশেষে সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সবার সহযোগিতা ছাড়া সম্ভব হতো না সবাইকে ধন্যবাদ।’

মাশরাফি আরো বলেন যদি কখনো সুযোগ আসে খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেস্টা করবো। পরবর্তী অধিনায়কের জন্য আমার শুভকামনা রইলো।বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস। আর আমি যদি দলে থাকি আমিও তাকে আমার সেরাটা দিয়ে সহযোগিতা করবো ইনশাহ আল্লাহ।

মাশরাফি প্রথমবার বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন ২০১০ সালে। কিন্তু হাঁটুর ইঞ্জুরির কারনে দল থেকে চলে যেতে হয়। মাশরাফি ২০১৪ সালে দ্বিতীয় বারের মতো অধিনায়কত্ব ফিরে পান এবং দেশের সফল অধিনায়কও হন তিনি। দেশকে নেতৃত্ব দিয়েছে ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে। মাশরাফি অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৯টি ম্যাচই জিতেছেন। আগামীকাল ৬মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে জিরিজের তৃতীয় ওয়ানডে জিতলে অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ জিতে অধিনায়কত্ব শেষ করবেন মাশরাফি যা কিনা দেশের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *