Breaking News
Home / খেলাধুলা / ইসলাম ধর্মের নিয়ম মানা ও পাঁচ ওয়াক্ত নামাযেই সফল পাকিস্তান: হেইডেন

ইসলাম ধর্মের নিয়ম মানা ও পাঁচ ওয়াক্ত নামাযেই সফল পাকিস্তান: হেইডেন

ইসলাম ধর্মের নিয়ম মানা ও পাঁচ ওয়াক্ত নামাযেই সফল পাকিস্তান: হেইডেন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান।

অথচ আইসিসির বৈশ্বিক এই আসরটি শুরু হওয়ার আগে কোনোভাবেই ফেভারিট ছিল না বাবর আজমের দল। তাই ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ করে পাকিস্তানের এমন দুর্দান্ত সাফল্যের পেছনে তাদের অনুপ্রেরণা কী?

এর উত্তর জানিয়েছেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন। মূলত ইসলাম ধর্মের নিয়ম রীতি মানা ও পাঁচ ওয়াক্ত নামাজের কারণেই এমন অভূতপূর্ব সফলতা ধরা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মূলত ধর্মের কারণেই আগের তুলনায় আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা, নিজে খ্রিষ্টান হলেও এমনটিই মানছেন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার হেইডেন। ধর্মের কারণে নিজেদের মধ্যে সম্পীতি বাড়ার পাশাপাশি ক্রিকেটাররা আরো নম্র স্বভাবের হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হেইডেন বলেন, ‘পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পাকিস্তান নিজেদের দিনে যে কোনো সেরা দলকে হারাতে সক্ষম। এই ছেলেরা কতটা নিরপেক্ষ (সৌহার্দ-সম্প্রীতি) এবং নম্র তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারা সত্যিই কোচিংয়ে অনুরাগী ক্রীড়াবিদ।

আর এটি কিন্তু আধ্যাত্মিকতার গভীর অনুভূতি থেকে উদ্ভূত হয়। একজন পশ্চিমা হিসেবে, আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব বুঝতে পারেন না। ’

এরপর পাঁচ ওয়াক্ত নামাজের প্রশংসা করে হেইডেন বলেন, ‌ ‘প্রতিদিন পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে তারা নামাজ আদায় করে।

বাইরে যে যাই করুক, যখনই এই নামাজের সময় হয় তারা একত্রিত হয়। শৃঙ্খলা ও একনিষ্ঠতার অনন্য উচ্চতায় নিয়ে যায় নিজেদের। ’

পাক ক্রিকেটারদের ধর্মভীরুতার এমন নমুনা দিয়ে তিনি নিজেও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানান হেইডেন। তাছাড়া কৌতুহলবশত মোহাম্মদ রিজওয়ানের দেয়া কুরআন শরীফ নিজেও পাঠ করছেন বলে জানান হেইডেন।

তিনি বলেন, ‘আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী আমি, আর ওরা মোহাম্মদ (সা.)-এর অনুসারী।

তবে রিজওয়ান আমাকে একটি ইংরেজি সংস্করণের কুরআন উপহার দিয়েছে। আমি তা নিয়মিত পড়ি। প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’

প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন হেইডেন। পাক দলের খেলোয়াড়দের বেশ কাছ থেকেই পরখ করতে পারছেন তিনি। ইতোমধ্যে বাবর-রিজওয়ানদের সঙ্গে তার দারুণ সখ্যতা গড়ে উঠেছে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *